“নবাবগঞ্জের কিশোর রুদ্র চৌধুরী তুর্যের স্বপ্নযাত্রা ”  

Spread the love

 

নবাবগঞ্জের তুর্য চৌধুরী।

 

নবাবগঞ্জ নিউজ।

শৈশব কেটেছে দেশের প্রত্যন্ত এক গ্রামে। বেড়ে উঠেছেন আর দশটা সাধারণ শিশুর মতোই। কিন্তু নিজের চেষ্টা এবং কর্মের মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি তৈরি করে নিয়েছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সন্তান রুদ্র চৌধুরী তূর্য-এর কথা। সম্প্রতি “ইন্টারন্যাশনাল স্টার কিডস অ্যাওয়ার্ড-২০২৩” এর জন্য মনোনীত হয়েছেন তিনি।  স্কুলজীবন থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন পুরস্কার ও। মাত্র ১৩ বছর বয়সেই করোনা মহামারীর সময় তৈরী করেন  ‘টিনস সেভার বাংলাদেশ’ নামক একটি কিশোর কিশোরী ভিত্তিক বাংলাদেশের সর্বপ্রথম মানসিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে প্রায় ৩৫২ জন কিশোর কিশোরীকে বিনামূল্যে সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি। এছাড়াও করোনা সচেতনায় মাঠ পর্যায়ে কাজসহ বিভিন্ন কাজের জন্য পেয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও ২০১৯ সালে বাংলাদেশে বিজ্ঞান প্রজেক্টে দ্বিতীয় হয়ে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরস্কারও রয়েছে তার ঝুলিতে | সম্প্রতি বাংলাদেশে রোবটিকস এবং এআই কম্পিটিশনে চ্যাম্পিয়ান হয়ে সে দুবাইয়ে অংশগ্রহণ করছে

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।