নবাবগঞ্জে  জাতীয় উদ্যান শালবণে আগুন।

Spread the love

রনজিত রায়, নবাবগঞ্জ নিউজ।

চারদিকে ছোট , বড় ও বিভিন্ন জাতের সবুজ গাছপালা সমৃদ্ধ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সামাজিক বন বিভাগ । ৩০শে এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুর একটার দিকে  বনের মধ্যে থাকা লালদীঘি নামক স্থান থেকে পূর্ব দিকে সংরক্ষিত বনে আগুন লাগে। বনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠা দেখে বোনের রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ জনতা সামাজিক বন বিভাগের বিট অফিসে ঘটনাটি জানায় । বিট অফিস থেকে সঙ্গে সঙ্গে নবাবগঞ্জ ফায়ার সার্ভিস কে জানিয়ে দেন , তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মুসলিম উদ্দিন সহ আরো ১১ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নিভানোর জন্য বনে প্রবেশ করে এবং বিট অফিসের কর্মী (গার্ড) মোঃ মামুন সহ বন রক্ষার কাজে নিয়োজিত ওয়াসার সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে , ফায়ার সার্ভিস অফিসার কাছ থেকে জানা যায় আগুন লেগে ক্ষতির পরিমাণ  এক লক্ষ টাকা এবং এই আগুন  আরোও দীর্ঘক্ষন স্থায়ী হলে ক্ষতির পরিমান বেড়ে প্রায়  ৬ লক্ষ টাকা হত।

 

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।